টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, রাজধানী টিভির মধুপুর প্রতিনিধি ও চলচ্চিত্র অভিনেতা বাবুল রানা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৫ আগস্ট) রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
সাংবাদিক বাবুল রানা স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৭ আগস্ট) সকালে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাংবাদিক বাবুল রানার আকস্মিক মৃত্যুতে টাঙ্গাইলের সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেছে।