মালয়েশিয়ার সেলাঙ্গর ও পাহাং রাজ্যে দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৩১ আগস্ট) ও সোমবার (১ সেপ্টেম্বর) এই দুর্ঘটনাগুলো ঘটেছে।
নিহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৬) এবং নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামিম রেজা (২৪) রয়েছেন। তৃতীয় নিহতের বয়স আনুমানিক ৪০ বছর এবং তার নাম পরিচয় এখনও জানা যায়নি।
সেলাঙ্গরের সুঙ্গাই বুলোহ জালান পেরসিয়ারান বিআরপি ১-এর ট্র্যাফিক লাইট মোড়ে সাইকেল চালিয়ে রাস্তা পার হওয়ার সময় ৪০ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী একজনকে একটি গাড়ি ধাক্কা দেয়। পরে আরও একটি মোটরসাইকেল ও একটি এমপিভি তাকে চাপা দেয়, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ সুঙ্গাই বুলোহ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১৯৭৬ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে পাহাং রাজ্যের কুয়ালা লিপিসে গত রোববার (৩১ আগস্ট) লাদাং অ্যাগ্রোপলিটান গাহাই থেকে ছয়জন বাংলাদেশিকে নিয়ে গাড়ি চলাচলকালে একটি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়ি উল্টে যায়। এতে গাড়ির পেছনে বসে থাকা দুই বাংলাদেশি মারা যান। গাড়ির চালক ও বাকি চার যাত্রী অক্ষত রয়েছেন। নিহতদের মরদেহ কুয়ালা লিপিস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পাহাং পুলিশের প্রধান ইসমাইল মান জানিয়েছেন, ঘটনাটি সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে তদন্তাধীন। দুর্ঘটনার বিষয়ে তথ্য থাকলে সুঙ্গাই বুলোহ পুলিশ সদর দপ্তরের ট্রাফিক ইনভেস্টিগেটিং অফিসার বা আইপিডি অপারেশন কক্ষে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।