টাঙ্গাইলের সখীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী আসিফকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আনসার আলী আসিফকে আটক করা হয়েছে। পুলিশের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃতকে সদর থানায় পাঠানো হয়েছে। তিনি আরও জানান, সখীপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অপর মামলায় আনসার আলী আসিফ বর্তমানে জামিনে রয়েছেন।