টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাট বৈরাণ গ্রামে সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর পূর্ণিমা উৎসব। বৈরাণ নদীর ঘাটে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোগ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক আমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা সভাপতি ও প্রেসক্লাব যুগ্ম সম্পাদক শাহানুর আহমেদ সোহাগ।
স্থানীয় শিল্পীদের সঙ্গে জাসাসের শিল্পীদের পরিবেশনায় গান ও সংগীতের আসর প্রাণবন্ত হয়ে ওঠে। গান পরিবেশন করেন গোপালপুরের আইকন রাকিব হাসান, এছাড়াও অংশ নেন আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, বাপন, বিপ্লব, সাইফুল ইসলাম, বিশ্বজিৎ চক্রবর্তী, লিটন, লালমিয়া সহ অনেকে।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দর্শক-শ্রোতাদের বিপুল সমাগমে বৈরাণ নদীর তীরে চন্দ্রালোকিত এ পূর্ণিমা উৎসব পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মিলনমেলায়।











