টাঙ্গাইল জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতাধীন ১৯টি উন্নয়ন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রায় ২ হাজার ৬৭৮ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ের বিপরীতে ২ হাজার ২৮৯ কোটি টাকা ব্যয়ে ইতোমধ্যে ৮২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নির্বাহী প্রকৌশলীর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নিয়মিত মনিটরিংয়ের কারণে এ সাফল্য এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
টাঙ্গাইল এলজিইডি সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে গ্রহণকৃত এসব প্রকল্পের মধ্যে রয়েছে— গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, সেতু নির্মাণ, খাল উন্নয়নসহ বিভিন্ন সামাজিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম। এর মধ্যে কিছু প্রকল্প শতভাগ সম্পন্ন হয়েছে, আবার কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে।
উদাহরণস্বরূপ, গ্রাম সড়ক পুনর্বাসন (ভিআরআরপি) প্রকল্পে ১০২ কোটি টাকা ব্যয়ে গৃহীত সবগুলো স্কিমের কাজ ইতোমধ্যে ১০০% সম্পন্ন হয়েছে। এছাড়া, ময়মনসিংহ অঞ্চলের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (এমআরআরআইডিপি) ৮৭% কাজ শেষ হয়েছে। টাঙ্গাইল উন্নয়ন প্রকল্পে ৭৯%, সড়ক প্রশস্তকরণ প্রকল্পে ৯০% এবং গ্রামীণ সড়ক মেরামত প্রকল্পে ৮৬% কাজ সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্বাসন প্রকল্পে ৭০% অগ্রগতি হয়েছে। পুকুর-খাল উন্নয়নসহ ক্ষুদ্র প্রকল্পগুলোও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
এলজিইডি কর্মকর্তারা জানান, এসব প্রকল্প শেষ হলে জেলার যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ অর্থনীতি এবং জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।