সম্প্রতি টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় যাত্রা শুরু করেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার জেলা শাখা। তবে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির নীতিমালা অমান্যের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতি টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ছাইদুল হক ছাদু। এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি কাজী বাহালুল হক দিপু, যুগ্ম সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আবু কাওছার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার সমিতির কোনো নিয়মনীতি মানছে না। তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় প্যাথলজিক্যাল চিকিৎসকের ইলেকট্রনিক স্বাক্ষর ব্যবহার করছে। বক্তারা আরও জানান, আগামী তিন দিনের মধ্যে মালিকপক্ষ সমিতির সঙ্গে আলোচনায় না বসলে সাংগঠনিকভাবে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।