টাঙ্গাইলের সদর উপজেলার চিলাবাড়ীর হাটখোলা খেলার মাঠে গত ১২ সেপ্টেম্বর বিকেলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দুই দলের ১৪ জন খেলোয়াড় অংশ নেন এবং হাজার হাজার দর্শক খেলার উত্তেজনা উপভোগ করেন।
স্থানীয় সমাজসেবক বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফসহ অনেকে।
দর্শকরা খেলা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং মনে করেন, এমন আয়োজন যুব সমাজকে মাদক ও অপ্রয়োজনীয় কার্যকলাপ থেকে দূরে রাখতে সাহায্য করবে। রফিক নামের এক দর্শক বলেন, “মাঝে মাঝে এমন খেলা হলে যুব সমাজ অনেক ভালো থাকে।” জুবায়ের হোসেন বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা দেখে খুব ভালো লাগলো। প্রতি বছরই এমন আয়োজন হওয়া উচিত।”
দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড় শওকত সিকদার জানান, “আমি ২০ বছর ধরে হা-ডু-ডু খেলছি এবং দেশের বিভিন্ন স্থানে অংশ নিয়ে জয়লাভ করেছি। আমাদের জন্য এই খেলা খুব প্রিয়।”
প্রধান অতিথি ফরহাদ ইকবাল বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের অবহেলিত নয়, তারা প্রমাণ করেছে। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন চালু থাকবে যাতে যুব সমাজ সঠিক পথে থাকে।”