টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরার জাল পাততে গিয়ে ফালু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের পোস্টকামুরী খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ফালু মিয়া ওই এলাকার ইলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফালু মিয়া বাড়ির পাশে ধর্মজাল পাততে পানিতে নামেন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি আর উপরে উঠেননি। পরে স্থানীয়রা বিষয়টি মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে দুপুর সোয়া ১২টা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি।