টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জাহাঙ্গীর মিয়া (৫৫)। তিনি একই উপজেলার জাবরাজান গ্রামের মৃত খবির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় জাহাঙ্গীর মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবার লাশ বাড়িতে নিয়ে যায়।