সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি দলের আন্দোলনকে “গণতন্ত্রের জন্য অশুভ” আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচি দেওয়ার মানে হলো অহেতুক চাপ সৃষ্টি করা। আমার মনে হয়, এ ধরনের কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। কারণ আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনা চলা অবস্থায় এমন পদক্ষেপ সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য শুভ নয়।”
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ফখরুল।
এ সময় তিনি আরও জানান, বিএনপি সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) পক্ষে নয়। তার ভাষায়, “আমাদের অবস্থান পরিষ্কার—বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে এবং অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। কিন্তু যেটাই করা হোক না কেন, জনগণের সমর্থন সবচেয়ে জরুরি, আর সেই সমর্থন আসে সংসদের মাধ্যমে।”
জামায়াতের মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “রাজপথে এলে কি সমাধান হবে? আমরা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এতে কোনো সন্দেহ নেই। আগস্ট-পরবর্তী পরিবর্তনের পর এখন পর্যন্ত আমরা রাজপথে নামিনি। আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমেই সমাধান আসবে।”
এ সময় মির্জা ফখরুল আরও স্পষ্ট করেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।