ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে। সংলাপের প্রথম ধাপে আমন্ত্রণ জানানো হবে শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের। কমিশনের অনুমোদনের পরই আমন্ত্রিতদের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ২৮ সেপ্টেম্বর সংলাপ শুরু করার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমোদন চাওয়া হয়েছে। ধাপে ধাপে অন্যান্য অংশীজনদেরও আমন্ত্রণ জানানো হবে।
ইসির রোডম্যাপ অনুযায়ী, সংলাপে নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন। সংলাপ এক থেকে দেড় মাস পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে।
এছাড়া সংলাপসূচি নির্ধারণের অন্তত এক সপ্তাহ থেকে ১০ দিন আগে আমন্ত্রণপত্র পাঠানোর পরিকল্পনা রয়েছে। এতে অংশগ্রহণকারীরা লিখিত মতামতও উপস্থাপন করতে পারবেন। অক্টোবরজুড়ে দলগুলোর সঙ্গে সংলাপের ধাপগুলো সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংলাপের আলোচ্য বিষয়গুলোতে থাকবে নির্বাচনী আইনি সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালট এবং ভোটের সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়। এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের এটি প্রথম সংলাপ হবে।