আগামী দুর্গাপূজা উদযাপনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি সামাজিক মাধ্যমের মনিটরিং এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক অবস্থার কথা উল্লেখ করেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রংপুর পায়রা চত্বরের কালীবাড়ি মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী ও শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে মতবিনিময়ও করেন।
র্যাব প্রধান বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। কোনো তথ্য প্রচার হলে তা বিশ্বাস না করে অবিলম্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, দেশে ৩৫ হাজার পূজামণ্ডপের মধ্যে প্রায় সাত হাজার মণ্ডপে বিজিবি মোতায়েন থাকবে। সেনা, পুলিশ ও আনসার সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নজরদারি থাকবে। শহিদুর রহমান আরও বলেন, “একটি অসাম্প্রদায়িক পরিবেশে সুষ্ঠু উৎসব উদযাপনের জন্য সকল বাহিনী একযোগে কাজ করছে।”