টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রেজিস্ট্রার অফিসে তালা দিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রেজিস্ট্রার তৌহিদুল ইসলামকে অফিস থেকে বের করে দিয়ে তারা সেখানে তালা ঝুলিয়ে দেয়।
শিক্ষার্থীরা জানায়, তাদের দাবি দুটি—
১. জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তাসহ রেজিস্ট্রারের বিচারের জন্য দ্রুত তদন্ত কমিটি গঠন করতে হবে।
২. বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় বাস ও অ্যাম্বুলেন্স ছাড়া বিশ্ববিদ্যালয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা এর আগে দুইবার রেজিস্ট্রার অফিসে আবেদন দিয়েছি। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি কিছু শিক্ষক অভিযুক্তদের আশ্রয় দিচ্ছেন।
তারা আরও জানান, চার দিন আগে রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার ও বিচার কমিটি গঠনের জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু সময়সীমা শেষ হলেও ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে তালা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।