টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উচ্চ শব্দে মাইক ব্যবহার করে প্রচারণা চালানোর দায়ে খিদমাহ্ ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ধনবাড়ী পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান।
তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাইকিং করে শব্দদূষণ করা যাবে না—এমন সরকারি আইন অমান্য করে ডায়গনস্টিক সেন্টার কর্তৃপক্ষ প্রচারণা চালায়। এজন্য দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ভবিষ্যতেও শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।