বাংলাদেশের নাট্যাঙ্গনে দীর্ঘদিনের সৃজনশীল অবদান, অভিনয়শৈলী ও নির্দেশনায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে খ্যাতিমান অভিনেতা ও নাট্যনির্দেশক মো: এরশাদ হাসান অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ‘হিরণ কিরণ নাট্য পদক ২০২৪’।
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হিরণ কিরণ থিয়েটার আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়। ২০ সেপ্টেম্বর ২০২৫ মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: শাখাওয়াত হোসেন। তার হাতেই এরশাদ হাসানের হাতে পদক তুলে দেওয়া হয়।
হিরণ কিরণ থিয়েটারের পক্ষ থেকে জানানো হয়, নাট্যাঙ্গনে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২২ সাল থেকে এ পদক প্রদান করা হচ্ছে। এবছর নির্বাচনী বোর্ডের মূল্যায়নে মো: এরশাদ হাসানকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিনয়, মঞ্চনাটক, পথনাটক ও নির্দেশনায় এরশাদ হাসান সমাজ সচেতনতা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছেন। তার অভিনয়শৈলী, চরিত্রের স্বাভাবিক উপস্থাপন ও সাংস্কৃতিক চর্চায় আন্তরিকতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে আছে। তিনি শুধু অভিনেতা নন, একজন প্রশিক্ষক ও নাট্যনির্দেশক হিসেবেও তরুণ শিল্পীদের দিকনির্দেশনা দিয়ে আসছেন।
পদক গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে মো: এরশাদ হাসান বলেন, “এই পদক আমার নাট্যযাত্রার এক অবিস্মরণীয় স্বীকৃতি। নাটক শুধু বিনোদন নয়, এটি মানুষের চিন্তা ও চেতনার পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে।”
প্রতিবছরের মতো এবারও পদক প্রদান শেষে নাটক ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
উল্লেখ্য, এরশাদ হাসান ইতিপূর্বে বহু দেশি-বিদেশি পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে সুন্দরবন পর্যটন ক্লাব অ্যাওয়ার্ড ২০২৫, ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড ২০২৫ এবং আন্তর্জাতিক উচিমুরা পুরস্কার ২০০৮ (গ্রুপ পুরস্কার)।