মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হায়দার ইসলাম রাঙামাটির লাংগদু উপজেলার জালালাবাদ গ্রামের সোলেমান বেপারীর ছেলে। আহত আলামিন ফেনী জেলার মহিরহাট গ্রামের মহন দালালের ছেলে।
স্থানীয়রা জানায়, নয়াপাড়া এলাকায় সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনার পর এলাকাবাসী বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছিল। রাতে ৭-৮ জন সন্দেহভাজন ডাকাত ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়রা দুইজনকে আটক করে বেধড়ক মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে হায়দার ইসলামকে মৃত ঘোষণা করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, গণপিটুনিতে নিহত ব্যক্তির কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত হায়দার ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।