আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১ লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা এবার নির্বাচনে সক্রিয়ভাবে মাঠে থাকবে। বর্তমানে প্রায় ৩০ হাজার সেনা মাঠে থাকলেও নির্বাচনের সময় তা বেড়ে দাঁড়াবে প্রায় ১ লাখে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, কোস্টগার্ড এবং প্রশাসনের কর্মকর্তারাও নির্বাচনের নিরাপত্তায় থাকবেন।
তিনি আরও বলেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে না, বরং জনগণের অংশগ্রহণ ও রাজনৈতিক দলের মতৈক্যের ওপরই নির্ভর করবে। জনগণ ভোটে অংশ নিলে কাউকেই তাদের আটকানো যাবে না।
অস্ত্র উদ্ধার অভিযান প্রসঙ্গে তিনি জানান, চট্টগ্রাম অঞ্চলে এখনও কিছু অস্ত্র উদ্ধারের কাজ চলছে। নির্বাচনের আগে আরও অভিযান পরিচালনা করা হবে।
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এছাড়া নিষিদ্ধ সংগঠনের মিছিল নিয়ে তিনি বলেন, অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে যারা জামিনে বের হয়ে পুনরায় একই কাজ করছে, তাদের সহজে জামিন না দেওয়ার ব্যবস্থাও সরকার বিবেচনা করছে।