কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দুর্গাপূজা কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেদিকে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বেচ্ছাসেবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, “যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীদেরও ভূমিকা রাখতে হবে, যাতে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দাস নুপুর, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক।