টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার ২৭ দফা ভিত্তিতে নির্মিত প্রামাণ্যচিত্র ‘কৃষি কথা’ প্রদর্শন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বহুলী পার বহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় ২০ জন কৃষক অংশগ্রহণ করেন এবং পুরো আয়োজন জুড়ে তাদের মতামত ও পরামর্শ শোনা হয়।
স্থানীয় কৃষক জাবাত আলী, মজিদ মিয়া, আজিজুল হক ও শাহজামান মন্ডল জানান, “সাধারণত কোনো অনুষ্ঠানে কৃষকরা সেরা সম্মান পেত না। আজ আমরা এই অনুষ্ঠানে প্রধান অতিথি। আমাদের এই সম্মান দেওয়ার জন্য তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে ধন্যবাদ।”
প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান অনুষ্ঠানে কৃষি উন্নয়ন ও স্থানীয় সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, “আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে প্রতিটি কৃষকের জন্য ফারমার্স কার্ডের ব্যবস্থা করা হবে। এছাড়া তাপমাত্রা নিয়ন্ত্রিত হিমাগার নির্মাণ, যমুনা নদীর ভাঙ্গন রোধে বেরিবাঁধ নির্মাণ এবং টাঙ্গাইল শহরের জলাবদ্ধতা দূর করতে খাল খননের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমার নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবার সঙ্গে মিলিয়ে নিরাপদ এবং মডেল টাঙ্গাইল গড়ে তোলা হবে।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনিয়া শমী এবং আয়োজনে ছিল পার্বণ মিডিয়া। পরে কৃষক ও স্থানীয় জনতার অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।