টাঙ্গাইলে লাল তিলে কেমিক্যাল ও কালো রঙ মিশিয়ে ভেজাল কালোজিরা তৈরি করে বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে ভূঞাপুর উপজেলার শিয়ালকোল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রায় ৫০ মণ ভেজাল কালোজিরা জব্দ ও ধ্বংস করা হয়। পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ী হাসমতকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, ভূঞাপুর থানার ওসি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নকল, ভেজাল ও প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।