র্ষায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে অবস্থিত বাতিঘর আদর্শ পাঠাগার প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পাঠাগারের সভাপতি শাহজাহান এবং প্রতিষ্ঠাতা কামরুজ্জামান বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের সদস্য শাকিল আহমেদ, অনিক হাসান, শাকিল হোসেন, হেলাল শরীফ, সিয়ামসহ অন্যান্য পাঠক ও সদস্যবৃন্দ।
প্রতিযোগিতার ফলাফল
গত ১১ জুলাই, সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায় আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশেরও বেশি শিশু অংশগ্রহণ করে।
-
প্রথম স্থান: ৫ম শ্রেণীর শিক্ষার্থী ফাওজিয়াহ হক জিনাত
-
দ্বিতীয় স্থান: ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সজিব সিকদার
-
তৃতীয় স্থান: ১ম শ্রেণীর শিক্ষার্থী মুজাম্মেল হোসেন
বর্ষা ও বাংলার সৌন্দর্য তুলে ধরেছে শিশুরা
আয়োজক কামরুজ্জামান জানান, আষাঢ়-শ্রাবণ মাসে বাংলার প্রকৃতি যেমন প্রাণ ফিরে পায়, ঠিক তেমন অনুভূতি শিশুদের মনে গেঁথে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রাম থেকে শহর, পাহাড় থেকে সমুদ্র — বর্ষার সৌন্দর্য সবখানেই অনন্য; তাই শিশুদের ঋতুবৈচিত্র্য সম্পর্কে জানাতেই এই উদ্যোগ।