আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ভোটকেন্দ্র প্রধানদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল ৯টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির।
উপস্থিতি ও বক্তব্য কর্মশালাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ড. আতাউর রহমান উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক উবায়দুল্লাহ আলমনগর ইউনিয়ন জামায়াত সভাপতি রফিকুল ইসলাম এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের নেতৃবৃন্দ কর্মশালায় অংশ নেন।
নির্বাচনকে লক্ষ্য করে প্রস্তুতির দিকনির্দেশনা বক্তারা তাদের বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র পরিচালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য ভোটকেন্দ্র ভিত্তিক সংগঠন শক্তিশালীকরণ ও ইউনিট সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
তারা আরও মত দেন, জনগণের অংশগ্রহণ ও সংগঠনের মাঠপর্যায়ের প্রস্তুতি নিশ্চিত করতে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ ও সমন্বয় অপরিহার্য।











