ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতুর টোল প্লাজার সামনে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাত দল কর্মসূচি চালাচ্ছে। ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে, “চারপাশে লোক থাকলেও কেউ কিছু বলছে না, কারণ আইনশৃঙ্খলা বাহিনী নীরব। যেখানে ডাকাতরা স্বাধীন জনগণকে বন্দি করছে।”
তবে টাঙ্গাইল পুলিশ এই ভিডিওকে গুজব বলে দাবি করেছেন। যমুনা সেতু পূর্ব থানার ওসি শেখ মোহাম্মদ রুবেল বলেন, “ভিডিওতে রাস্তার মাঝখানে আইল্যান্ড দেখা যাচ্ছে, কিন্তু যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত কোনো আইল্যান্ড নেই। তাই ভিডিওটি সঠিক নয়।”
টাঙ্গাইল পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, “ডাকাতির ঘটনায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ভিডিওতে দেখানো ঘটনা টাঙ্গাইলের নয়। মহাসড়কের সব এলাকায় ২৪ ঘণ্টা হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে নজরদারি করা হয়।”
এ ঘটনায় মহাসড়ক ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ বলছে, এটি সত্য নয় এবং জনগণ গুজবের শিকার না হওয়ার জন্য সচেতন থাকুন।