টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের বেড়াডোমা এলাকায় এলাকাবাসী ও সুধীজনদের অংশগ্রহণে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি এবং বেড়াডোমা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলীম। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, টাঙ্গাইল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ খান এবং পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল কবির জীবন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মনির হোসেন। সভায় ৪নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।