টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টার এবং একটি বেসরকারি হাসপাতালের ল্যাবরেটরি সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে সহযোগিতা করেন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে বাচ্চাদের জন্য তৈরি চিপস ও আচারে পোড়াতেল, ঘন চিনি ও সাইট্রিক এসিড ব্যবহারের দায়ে ধনবাড়ীর ‘জান ফুড প্রোডাক্টস’-কে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সনদ ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে নল্লা বাজারের আব্দুর ওয়ারেসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অনুমোদন ছাড়াই পরিচালিত কেন্দুয়া বাজারের ‘সেবা ডায়াগনস্টিক সেন্টার’-কে এখতিয়ার বহির্ভূত ব্যক্তি দিয়ে রিপোর্ট প্রদান করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
এছাড়াও অনুমোদন বিহীনভাবে পরিচালিত ধনবাড়ী উপজেলার পদ্মা হাসপাতালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ১০ হাজার টাকা জরিমানা করেন এবং হাসপাতালের ল্যাবরেটরি সিলগালা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নকল, ভেজাল ও প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।