প্রতিদিন সকালে অনেকে হালকা গরম পানিতে সমান পরিমাণ অ্যালোভেরা ও আমলকির রস মিশিয়ে পান করে থাকেন। এতে শরীরের টক্সিন বের হয়। কিন্তু এই দুটি উপাদান একসঙ্গে চুলে ব্যবহার করলে কী ফল পাওয়া যায় জানেন কি?
আয়ুর্বেদ অনুসারে, অ্যালোভেরা ও আমলকি চুলের জন্য অত্যন্ত উপকারী। চুল পড়া, খুশকি এবং হেয়ার থিনিংয়ের মতো সমস্যা নিরাময়ে এই দুই উপাদান অসাধারণ কাজ করে।
অ্যালোভেরার উপকারিতা:
-
মাথার ত্বক ও চুল আর্দ্র রাখে, ফলে চুল রুক্ষ হয় না।
-
প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে।
-
চুল পড়ার পরিমাণ কমায় ও মাথা চুলকায় কমায়।
-
হেয়ার ফলিকল উদ্দীপিত করে নতুন চুল গজাতে সাহায্য করে।
আমলকির উপকারিতা:
-
ভিটামিন সি সমৃদ্ধ, যা কোলাজেন উৎপাদন বাড়ায়।
-
হেয়ার ফলিকল মজবুত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।
-
মাথার ত্বক সুস্থ রাখে এবং খুশকি ও সংক্রমণ রোধ করে।
-
চুলের স্বাভাবিক রং ধরে রাখে এবং অকালপক্বতা রোধ করে।
এই হেয়ার মাস্ক বানাতে যা লাগবে:
-
আমলকি বাটা: ২ টেবিল চামচ
-
অ্যালোভেরা জেল: ২ টেবিল চামচ
-
নারকেল তেল: ২ টেবিল চামচ (চামড়াস্পর্শকাতরদের জন্য অলিভ অয়েল ব্যবহার করতে পারেন)
তৈরির পদ্ধতি:
-
ব্লেন্ডারে আমলকি বাটা ও অ্যালোভেরা জেল ভালো করে ব্লেন্ড করুন।
-
এতে নারকেল তেল মিশান।
-
মিশ্রণটি মাথায় মেখে আধঘণ্টা রেখে দিন।
-
হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
-
সপ্তাহে দুইবার ব্যবহার করলে চুল পড়া ও খুশকির সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আসে।