এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে পুনরায় নিবন্ধন ফিরে পেল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। রবিবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে জাগপার নিবন্ধন পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০০৮ সালের ২০ নভেম্বর প্রথম নিবন্ধন লাভের পর ২০২১ সালের ২৮ জানুয়ারি জাগপা’র নিবন্ধন বাতিল করে ইসি। তবে চলতি বছরের ১৯ মার্চ হাইকোর্ট সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নিবন্ধন পুনর্বহাল করে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, “আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি। সত্যের জয় হয়েছে।”
জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন, “দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের অবসান হয়েছে, এটি গণতন্ত্রের বিজয়।”











