আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আন্দোলন-সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশিরভাগ ফাঁকা রাখা হয়েছে। তবে, মনোনয়ন প্রত্যাশী অনেক নেতাই এবার তালিকায় জায়গা পাননি।
মনোনয়নবঞ্চিতদের অনুসারীরা সোমবার (৩ নভেম্বর) রাতে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। বিষয়টি নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, “যারা বঞ্চিত হয়েছেন তাদের আবেগকে সম্মান করতে হবে। নেতাকর্মীদের ভালোবাসা ও ত্যাগেই আজ বিএনপি এই অবস্থানে এসেছে।”
একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার সঙ্গে বসেছিলেন। তিনি বলেছেন, ৩০০ আসনের মধ্যে ৩০০ জনকেই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। তবে দলে তাদের অন্যভাবে সুযোগ দেওয়া হবে।”
রুমিন ফারহানা আরও বলেন, “এত বড় দলের প্রতিটি আসনে ১০ জন পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী আছেন। সেখান থেকে একজনকে বেছে নেওয়া সহজ নয়। যাদের মনোনয়ন হয়নি, তাদের মনের কষ্টটা আমরা বুঝি।”
এসময় তিনি উল্লেখ করেন, ৬৩টি আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি। ফলে চূড়ান্ত তালিকায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই মনোনয়ন প্রক্রিয়া মাঠপর্যায়ের নেতাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করেছে, যা নির্বাচনের আগে দলীয় অভ্যন্তরে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।











