দশম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে শাহবাগ অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পরিস্থিতি সামাল দিতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন সহকারী শিক্ষকরা। কিছু দূর এগিয়ে শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের থামিয়ে দেয়। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
পুলিশের বক্তব্য
- ঘটনার পর বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়—
- দুপুর ৩টায় আন্দোলনকারীরা শহীদ মিনারে জমায়েত করেন
- বিকেল ৪টার দিকে একটি অংশ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়
- এ সময় আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন
- পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে
বিবৃতিতে আরও বলা হয়, যমুনা ও এর আশপাশ এলাকায় সভা–সমাবেশ নিষিদ্ধ থাকার পরও আন্দোলনকারীরা তা উপেক্ষা করে এগোতে চাইলে পুলিশ কঠোর অবস্থান নেয়।
ডিএমপির সতর্কবার্তা ডিএমপি জননিরাপত্তা ও আইন–শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, নিষিদ্ধ এলাকায় যে কোনো ধরনের জমায়েত থেকে সবাইকে বিরত থাকতে হবে।











