টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অবস্থিত সার্বজনীন রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরে দুর্বৃত্তদের হামলায় ১০টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে মন্দিরে এমন দৃশ্য দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
তবে কারা এ ভাঙচুর চালিয়েছে—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করা হলেও সন্ধ্যা পর্যন্ত থানায় আনুষ্ঠানিক কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও গত ৪ নভেম্বর মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্বর্গীয় খুশী মোহন দাশের স্ত্রী দুলালী রাণী পূজা দিতে এসে দেখেন, ১০টি প্রতিমার ঘাড় ভাঙা অবস্থায় পড়ে আছে। তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
স্থানীয়রা জানান, সকালের দিকে অনেকে মন্দিরে পূজা দিয়ে গেছেন, তখন পরিস্থিতি স্বাভাবিক ছিল। মন্দির এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘটনার প্রকৃত সময় ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।
মন্দির কমিটির সদস্য ও জিতেন্দ্রবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র দাশ বলেন,
“দুইশ বছরের পুরনো এই মন্দিরে আমরা গ্রামবাসী মিলে পূজা পালন করি। ভাঙচুরের খবরে আমরা উদ্বিগ্ন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি স্থাপনের পর থানায় অভিযোগ দিতে বলেছে। আমরা দ্রুতই অভিযোগ জমা দেব।”
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব প্রবাল কমল ভট্টাচার্য। তিনি বলেন,
“এটি পরিকল্পিত সাম্প্রদায়িক আঘাত। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
ঘটনা সম্পর্কে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কালিহাতী সার্কেলের এএসপি ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”











