মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাস বিরোধী আইন ও চাঁদাবাজিসহ ৬টি মামলার আসামি রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক ঢালী (সংবাদে উল্লিখিত ‘ঢ়াড়ি’ বানানটি সংশোধন করা হয়েছে)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নুরুল হক ঢালী কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর রমজানপুর (ঢালী কান্দি) গ্রামের কাসেম ঢালীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, “নুরুল হক ঢালীর বিরুদ্ধে সন্ত্রাস দমন, চাঁদাবাজি ও অন্যান্য মিলিয়ে মোট ৬টি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর জেলা হাজতে পাঠানো হবে।”











