জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, “শেখ হাসিনা আওয়ামী লীগের দিল্লি শাখা থেকে আমাদের হুমকি দিচ্ছেন। আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশে লকডাউন ঘোষণা করবেন। আমরা সেই স্বাদ পূরণ করতে প্রস্তুত, কুমিল্লার বিপ্লবীরা প্রস্তুত রয়েছে।”
রোববার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সমন্বয় সভায় শিশির এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শিশির আরও বলেন, “শেখ হাসিনার সঙ্গে আমাদের অনেক বোঝাপড়া বাকি আছে। তিনি আমাদের দুই হাজার ছাত্রজনতাকে হত্যা করেছেন, বিমান হামলা করে নিরীহ শিশুদের হত্যা করেছেন। আমরা তার সঙ্গে হিসাব-নিকাশ করতে চাই।”
তিনি বিএনপি ও নির্বাচন প্রসঙ্গে বলেন, “বিএনপি এখন শুধু ক্ষমতা চায়, গণভোট বা সংস্কারের কোনো প্রয়োজন তারা অনুভব করছে না। ২০১৪ সালের অবরোধ কর্মসূচি এখনও মনে আছে। ২০২৪ সালের নির্বাচনে লন্ডন থেকে অব্যাহত অসহযোগ আন্দোলন হলেও জনগণ সাড়া দেয়নি।”
শিশির যোগ করেন, “আমরা সংবিধান অনুযায়ী বিপ্লব করেছি না। আমরা মুজিববাদ ও ইন্দিরার সংবিধান বাতিল করে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করতে চাই। বিএনপি শুধু ক্ষমতা চায়, কিন্তু এমন নির্বাচন চায় যেখানে তারা নিশ্চিতভাবে জিতবে। তাহলে শেখ হাসিনার দোষ কোথায়?”
সমন্বয় সভায় আরো বক্তব্য দেন ব্যারিস্টার মাজহারুল ইসলাম (সভাপতি), এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ, কুমিল্লা মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল ইসলাম।











