ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক ব্যক্তি পুড়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জুলহাস মিয়া (৪০)। ধারণা করা হচ্ছে, তিনি ওই বাসের চালক ছিলেন এবং আগুন লাগানোর সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়ানো ছিল। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটি দ্রুত জ্বলে উঠলে ভেতরে থাকা জুলহাস বের হতে পারেননি এবং ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজে মুখোশ পরা তিনজনকে দেখা গেছে, যারা মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত জুলহাসই বাসের চালক।
ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত পরিদর্শক ইয়াসিন ইকবাল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বাসের ভেতরের সিট থেকে দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়, যা শনাক্ত করার মতো অবস্থায় ছিল না। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নাশকতা নাকি ব্যক্তিগত শত্রুতাজনিত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।











