টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৫১০ জন প্রান্তিক ও মাঝারি কৃষক বিনামূল্যে বীজ ও সার পেয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল দেলদুয়ার উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম এবং এনসিপি উপজেলা সমন্বয়ক উর্মি আক্তার।
দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান জানান, উপজেলায় মোট ৫৫১০ জন কৃষককে এ প্রণোদনার আওতায় আনা হয়েছে। বণ্টনের বিবরণ অনুযায়ী:
-
৫০০০ জন কৃষক পাবেন ১ কেজি সরিষা বীজ ও ২০ কেজি সার।
-
৩৫০ জন কৃষক পাবেন ২০ কেজি গম বীজ ও ২০ কেজি সার।
-
১০০ জন কৃষক পাবেন ৫ কেজি মসুর বীজ ও ২০ কেজি সার।
-
৬০ জন কৃষক পাবেন ১ কেজি সূর্যমুখী বীজ ও ১৫ কেজি সার।
উপজেলা কৃষি কর্মকর্তার মতে, এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বাড়াতে সহায়তা করবে এবং রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











