ময়মনসিংহের কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার চামটা এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করার সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরেছে জনতা। ঘটনাটি ঘটে আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে।
গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন তারিকুল ও ইমন, যাদের বাড়ি নান্দাইল উপজেলার চন্ডীপাশা এলাকায়।
জনতা ছিনতাইকারীদের ধরে বাঁধা দিয়ে রাখলে খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও অটোরিকশা চালক ফাইজুল ইসলাম জানান, নান্দাইল চৌরাস্তা এলাকা থেকে যাত্রী নিয়ে কানারামপুর যাওয়ার পথে দুই ব্যক্তি অটোরিকশায় ওঠেন। ২০০ টাকা ভাড়া ধার্য করা হয়। কিছুদূর যাওয়ার পর এক যাত্রী সিগারেট কেনার কথা বলে অটোরিকশা থামাতে বলেন।
এ সময় তারিকুল ও ইমন চালককে জোরপূর্বক চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালকের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাদের ধরে বেঁধে রাখে।
নান্দাইল থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারীরা তাদের অপরাধ স্বীকার করেছেন। তারা অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য।











