পর্যবেক্ষক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে পেতে চায় নির্বাচন কমিশন—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশীয় ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি বলেন, “এই নির্বাচনে অফিশিয়াল মেকানিজম থাকবে। তারপরও আমরা পর্যবেক্ষকদের চোখ দিয়ে নির্বাচন দেখতে চাই।”
সিইসি জানান, নতুন পর্যবেক্ষকদের দ্রুত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। দায়িত্ব পালনে গাফিলতি হলে সংশ্লিষ্ট সংস্থার সুনাম ক্ষুন্ন হবে বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, “জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। সবার সহযোগিতা প্রয়োজন।”
এছাড়া পর্যবেক্ষকদের দায়িত্ব হবে স্মার্ট রিপোর্টিংয়ের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা। কোনো পর্যবেক্ষক যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হন—এমন আহ্বানও জানান সিইসি।











