মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ২৪৩তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের মেইন রোডে শাফি প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত শাখাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার কার্যক্রমের সূচনা করেন ইউসিবি ব্যাংকের হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশন রেদোয়ানুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, ইউসিবি ব্যাংকের এসডিভি আরিফ উদ্দিন, ইভিপি মাকসুদ আহমেদ, এফভিপি জাহিদুল ইসলাম এবং গাজীপুর ও ময়মনসিংহ রিজিওনের রিজিওনাল হেড নুর উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে মির্জাপুর শাখার ভিপি ও শাখা প্রধান দীপঙ্কর সাহা, ব্যবসায়ী খন্দকার আব্দুস সাত্তার, মাওলানা আরিফ হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও অংশ নেন।











