খবর বাংলা
,
ডেস্ক
নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামে ধারণ করা একটি ১২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। গত সোমবার (১৫ ডিসেম্বর) ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
ভাইরাল হওয়া ভিডিওতে নারায়ণডহর এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একজন তরুণের অশোভন আচরণ দেখা যায়, যা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছেন অনেকে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেন ব্যবহারকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি পূর্বপরিকল্পিতভাবে ধারণ করা হয়েছিল। ভিডিও ধারণ করেন রোমান, স্কেটিং করা তরুণের নাম রাকিব হাসান (২০) এবং অপর চরিত্রে অভিনয় করেন হানিফ (২০)। হানিফ ও রোমান সম্পর্কে আপন দুই ভাই। তারা পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামের ওয়াসিম মিয়ার সন্তান।
স্থানীয়রা জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথাকথিত ‘ফানি ভিডিও’ তৈরি করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় আলোচিত ভিডিওটি নির্মাণ করা হলেও এটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মত দেন অনেকে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহল থেকে এ ধরনের কনটেন্ট নির্মাণ বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।
পূর্বধলা সদরের ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, এই ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










