নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরের অসহায় ও শীতার্ত বাসিন্দাদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেছে টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় এলাকায় এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান।
বক্তারা বলেন, শীতপ্রবাহে চরের দরিদ্র মানুষের ভোগান্তি কমাতে রেড ক্রিসেন্টের এই উদ্যোগ মানবিক ও সময়োপযোগী। ভবিষ্যতেও এলাকার অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্টের কর্মী, স্বেচ্ছাসেবকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উপকারভোগীরা রেড ক্রিসেন্ট সোসাইটি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।










