টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুর বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সমাবেশ মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন- জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু. যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, যুবদলের যুগ্ম-আহবায়ক একে এম আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাকিব হোসেন ও জেলা যুবদল নেতা উজ্জল হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তথা কথিত সিন্ডিকেটের মাধ্যমে জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। বিগত সময়ের আন্দোলনে বাবুর ভূমিকা ছিলো অন্যতম। অতিদ্রুতই বাবুকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করার দাবি করছি। দ্রুতই বহিষ্কারের আদেশ প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। এসময় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাবুর বহিষ্কারাদেশ জানানো হয়।











