খবর বাংলা ডেস্ক :
ঢাকার আদালত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার সহযোগী মো. রুবেল আহমেদ এর জন্য ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে হাজির করা রুবেল আহমেদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী জামাল উদ্দিন মার্জিন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এর আগে বুধবার রাতের দিকে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে শহীদ হাদি নির্বাচনী প্রচারণা শেষ করেন। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।
উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে মামলাটি হত্যা মামলা-এ রূপান্তরিত করা হয়। তদন্ত শেষে ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।
অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন: ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল/দাউদ, মো. হুমায়ুন কবির, হাসি বেগম, সাহেদা পারভীন সামিয়া, ওয়াহিদ আহমেদ শিপু, মারিয়া আক্তার লিমা, মো. কবির, মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম ওরফে রাজু, মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ফিলিপ স্নাল, মুক্তি মাহমুদ ও জেসমিন আক্তার। এর মধ্যে ফয়সাল করিমসহ শেষের ছয়জন পলাতক রয়েছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসামিরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে পূর্বপরিকল্পিতভাবে হাদির নির্বাচনী প্রচারণায় হামলা চালায় এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মধ্যে ভয়-ভীতি সৃষ্টি করতে এই ঘটনা ঘটানো হয়। আগামী ২৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











