অবৈধভাবে পণ্য মজুদ ও পণ্য বিক্রয়ে অনিয়মের মাধ্যমে গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগে টাঙ্গাইলে দুই টিসিবি ডিলারকে এক লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে মজুদকৃত পণ্যও উদ্ধার করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে র্যাব-১২, সিপিসি-৩ এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
জরিমানা করা দুই টিসিবি ডিলার হলো- আবুল বাশার ট্রের্ডাস ও জাহাঙ্গীর এন্টারপ্রাইজ। এদের যথাক্রমে এক লক্ষ ও ত্রিশ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে ভোজ্য তেল – ২৩৮৬ কেজি, এর মধ্যে ডিলার জাহাঙ্গীর এর বাসা থেকে ৪২ কেজি, চিনি – ৩৪০০ কেজি, মসুর ডাল – ৯৫০ কেজি ও ছোলা – ৪৭৫ কেজি।
এবিষয়ে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টাঙ্গাইলে টিসিবি ডিলাররা গ্রাহকদের সাথে প্রতারণা ও ব্যাপক দূর্নীতি করছে। তারই ভিত্তিতে কয়েকদিন যাবৎ আমাদের গোয়েন্দারা তাদের উপর নজর রেখে যাচ্ছিল। সেই মোতাবেক আজ এই অভিযান পরিচালনা করেছি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়। এই অভিযান চলমান থাকবে।