টাঙ্গাইলে ৫৩ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী। রোববার (২৪ মে) বিকেলে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকা থেকে এই গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর, আবু নাঈম মো. তালাত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, রোববার (২৪ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা দিয়ে মাদক নিয়ে এক মাদক ব্যবসায়ী টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার দিকে যাচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে।
এ সময় ঢাকা থেকে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলাগামী একটি পিকআপ সন্দেহ করে তল্লাশি চালিয়ে পিকআপে থাকা একটি আসবাবপত্রের মধ্য থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চালকের কাছে থাকা মোবাইল, নগদ টাকা ও মাদক দ্রব্য পরিবহণ করায় পিকআপটিও জব্দ করা হয়। আটক চালক সুজন চট্টগ্রাম জেলার পূর্ব কুলগাঁও এলাকার ইসলামাবাদ কলোনির মো. সহিদের ছেলে।