নাগরপুর প্রতিনিধি : আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে দুটি ইউনিয়নে ‘ক’ শ্রেণীর ভূমিহীন পরিবার যাচাই-বাচাইকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সলিমাবাদ ও বেকড়া ইউনিয়ন পরিষদে এ যাচাই-বাচাইকরণ করা হয়।
যাচাই-বাচাইকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।
যাচাই-বাচাইকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেকড়া ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন ও বীর মুক্তিযোদ্ধা দাউদুল ইসলাম দাউদ।
এ সময় আবেদনকারী ভূমিহীন পরিবারের সদস্যগণ ছাড়াও ইউপি সদস্যবৃন্দ, উপজেলা ভূমি অফিসের ইউনিয়ন কর্মকর্তা-কর্মচারীগণ।
আবেদনকৃতদের মধ্যে যারা সঠিক ভূমিহীন এবং আশ্রয়ণ প্রকল্পে অন্তর্ভূক্তির জন্য উপযুক্ত তাদের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সম্পাদনা – অলক কুমার