গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেলদুয়ারের লাউহাটি ইউনিয়ন আ’লীগের সম্মেলন সম্পন্ন

দেলদুয়ার প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত করা হয়। প্রথম ভাগে আলোচনা সভা আর দ্বিতীয় ভাগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে লাউহাটি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সম্মেলনের প্রথম ভাগের আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন জেলা মনিটরিং কমিটির সদস্য সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিক জেবুননেছা চায়না।

এর আগে আরো বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, আওয়ামী যুবলীগ এর আহবায়ক এহসান ইসলাম সুমন, যুগ্ম-আহবায়ক মোস্তফা কামাল নান্নু সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্মেলন জেলা মনিটরিং কমিটির আহবায়ক সামছুল হক।

আলোচনা শেষে লাউহাটির কৃতিসন্তান, মুক্তিযুদ্ধের একজন সংগঠক ব্যারিস্টার শওকত আলী খানের জন্মদিন উপলক্ষে কেক কেটে শ্রদ্ধা জানান সাংসদসহ উপস্থিত নেতৃবৃন্দ।

দ্বিতীয় ভাগে লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ডেলিগেটরদের সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ডেলিগেটররা গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গ্রহণের সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

যা অত্যন্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক বলে উল্লেখ করেন প্রার্থী, ডেলিগেটর ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা।

নির্বাচনে সভাপতি পদে হাসমত আলী খান ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হবিবুর রহমান সরকার পেয়েছেন ৫৬ ভোট।

আর সাধারণ সম্পাদক পদে পলাশ ভূঁইয়া ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোহেরুল ইসলাম (জহের) পেয়েছেন ৫৫ ভোট। তিনটি ভোট বাতিল হয়েছে।

দুইভাগে বিভক্ত এই সম্মেলনের সবপর্বই সঞ্চালন করেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক। সম্পাদনা – অলক কুমার