নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কর্মরত ৮ বিদেশী নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়াও নির্মাণাধীন এই রেলসেতুতে কর্মরত আরো ৮ জন বাংলাদেশী নাগরিক করোনায় আক্রান্ত হয়েছে।
একাধিক সূত্রের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করা গেছে।
বিদেশীদের মধ্যে ছয় জন জাপান, একজন নেপাল ও একজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছে।
করোনা আক্রান্তের ঘটনায় বঙ্গবন্ধু সেতুর গোরিলাবাড়ির জেটি ঘাট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জানা যায়, রেল সেতুতে কর্মরত বিদেশী ওই নাগরিকরা এলেঙ্গা রিসোর্ট, বঙ্গবন্ধু সেতু রিসোর্ট (যমুনা রিসোর্ট) ও সেতু প্রকল্প এলাকায় বসবাস করতেন। করোনা আক্রান্তের পর তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু রেল সেতুতে কাজ পাওয়া আইএইচআই ইমফা স্ট্রাকচার লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইব্রাহীম হোসেন কোন তথ্য দিতে রাজি হননি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে বিদেশীসহ ১৬ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনেছি। তারা এখন আর রিসোর্টে থাকেন না।
এছাড়া রেলসেতুর দায়িত্বে থাকা একাধিক কর্তা ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা বলেন, আক্রান্তদের স্পট থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷ সেইসাথে অন্যদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা – অলক কুমার