নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ মল্লিকের নাম বলে মোবাইল ফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র।
রোববার (২২ আগষ্ট ) উপজেলার বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের মোবাইলে ফোন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারক চক্র টাকা দাবি করে।
এ ঘটনায় রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সর্তকতা মূলক পোস্ট দিয়েছেন।
এক ব্যবসায়ী জানান, উপজেলা নির্বাহী অফিসারের কথা বলে একটি প্রতারক চক্র রোববার সকালে আমার সাথে মোবাইলে যোগাযোগ করে।
এসময় আমাকে কোন কিছু না বলে নয় হাজার টাকা দাবি করে এবং টাকা পাঠানোর জন্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের (০১৬৩৭৬৮৮০৮৫) নম্বর দেন।
বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে আমি ঘটনাটি ইউএনওকে জানালে প্রতারক চক্রের টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা ভেস্তে যায়।
আরেকজন জানান, রোববার দুপুরে ইউএনও স্যারের পরিচয়ে ফোন করে বলা হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনাকে অনুদান দেওয়া হবে।
আপনি নিতে চাইলে দ্রুত ৯ হাজার টাকা পাঠিয়ে সোমবার অফিস থেকে চেক নিয়ে যাবেন।
পরে ঘটনা ঊর্ধ্বতনদের অবহিত করলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।
উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক জানান, রোববার আমার জেলা প্রসাশকের কার্যালয়ে একটি মিটিংয়ে ছিলাম।
মিটিং শেষে বের হওয়ার পর বেশ কয়েকজন মোবাইল কল করে আমাকে বিষয়টি জানালে; সাথে সাথে আমি সবাইকে সর্তক করার ব্যবস্থা নেই।
তিনি বলেন, এ ধরণের কোন প্রকার চাদা বা টাকা দাবী করলে সাথে সাথে উপজেলায় অবগত করবেন; আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। সম্পাদনা – অলক কুমার