নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে জাফর-মওলা পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক, যুগান্তরের নিজস্ব প্রতিবেদক ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি জাফর আহমেদ; সহ-সভাপতি পদে সাপ্তাহিক মৌ বাজারের সম্পাদক এম এ ছাত্তার উকিল ও মাছরাঙা টেলিভিশনের একরামুল হক খান তুহিন; কোষাধ্যক্ষ পদে সমকালের আব্দুর রহিম; ক্রীড়া সম্পাদক পদে মজলুমের কণ্ঠের খন্দকার মাসুদুল আলম; দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে কালের কণ্ঠের অরণ্য ইমতিয়াজ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়।
আজ নির্বাচনে ৬৭টি ভোটের ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চারটি ভোট বাতিল করে নির্বাচন কমিশন।
এরমধ্যে আরটিভির কাজী জাকেরুল মওলা পেয়েছেন ৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন; তার প্রতিদ্বন্দ্বী এনটিভির মহব্বত হোসেন পেয়েছেন ২১ ভোট।
এছাড়া যুগ্ম-সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের মো. নাসির উদ্দিন ও জনকণ্ঠের ইফতেখারুল অনুপম পেয়েছেন ৩৯ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক একুশে টেলিভিশনের কাজী তাজউদ্দিন রিপন পেয়েছেন ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পদে নিউনেশনের ড. মো. কামরুজ্জামান পেয়েছেন ৪৭ ভোট; যমুনা টিভির শামীম আলম মামুন পেয়েছেন ৪৯ ভোট; ইন্ডিপেনডেন্ট টিভির মামুনুর রহমান মিয়া পেয়েছেন ৪৫ ভোট; সময় তরঙ্গের কাজী হেমায়েত হোসেন হিমু পেয়েছেন ৪৩ ভোট ও দি ফিনাশিয়াল এক্সপ্রেসের সাহাবউদ্দিন মানিক পেয়েছেন ৩৬ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. হারুন-অর-রশিদ, কমিশনার পাবলিক প্রসিকিউটর এস আকবর খান, অধ্যক্ষ আনন্দ মোহন দে। সম্পাদনা – অলক কুমার