নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ১৬ জানুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) দ্বারা ভোট গ্রহণ করা হবে।
জেলায় এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ভোটের ইভিএম সরঞ্জামাদি। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন “নৌকা” প্রতীকে, বিএনপি’র এসএমএ ছোবহান “ধানের শীষ” প্রতীকে নির্বাচন করছেন।
এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু “জগ” প্রতীকে ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান বকল “নারিকেল” গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া নির্বাচনে কাউন্সিলর পদে ২৮ জন ও মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩০ হজার ৩’শ ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলায় এই প্রথম ইভিএমএ মাধ্যমে ভোট গ্রহণ হবে। সম্পাদনা – অলক কুমার