কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, “জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে সবার আগে গ্রেপ্তার করুন। আমি জয় বাংলা বলেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, জয় বাংলা বলেই জীবন দিতে চাই।”
সোমবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে ২ নম্বর বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা— এটা থেকে আমাকে কেউ সরাতে পারবে না।”
সরকার, রাজনীতি ও জনগণের অসন্তোষ নিয়ে মন্তব্য কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনার ক্ষমতার পতনের সময় মানুষের মনে ধানের শীষ ছিল, আর এখন মানুষের মনে ক্ষোভ। গত ১৫ বছরে যা হয়েছে, গত এক বছরেও অনেক ক্ষেত্রে তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। জনগণ যে কারণে পরিবর্তন চেয়েছে, একই আচরণ চলতে থাকলে নতুনদেরও ক্ষমা করবে না।”
জামায়াত ও নির্বাচনী রাজনীতি প্রসঙ্গে জামায়াত নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “ইতিহাসে জামায়াত বারবার বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে। মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা ছিল, তার সত্যিকারের অনুশোচনা ও ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা জনগণের আস্থা পাবে না। ক্ষমা চাইতে হলে আন্তরিকভাবে চাইতে হবে।”
শেখ হাসিনার পতন প্রসঙ্গে তিনি আরও বলেন, “হাসিনার পতন শুধু আন্দোলনের কারণে নয়, মানুষের উপর যে চাপ ও অন্যায় হয়েছে— তার ফল এটি। এটি আল্লাহর পক্ষ থেকেও বিচার।”
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান। আরও বক্তব্য দেন জেলা সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, উপজেলা সভাপতি আব্দুস ছবুর খান, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা সভাপতি রাহাত হাসান টিপু, কালিহাতী উপজেলা সভাপতি ইথার সিদ্দিকী,সহ স্থানীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতারা।











